তথ্য নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়ে গেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও এবং আইইসি সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ব্যাংকটি।
আইএসও ও আইইসি যৌথভাবে প্রণীত বিভিন্ন মানদণ্ডের সমষ্টি। এসব মান সাধারণত তথ্য সুরক্ষা, পরিচালন এবং গুণগত ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়। 0এই অর্জনের মাধ্যমে ডিজিটাল যুগে তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকটির অঙ্গীকার আরও সুদৃঢ় করল ইউসিবি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আইএসও ও আইইসি সনদ অর্জনের মাধ্যমে ইউসিবির তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং তা আন্তর্জাতিক মানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়েছে।”