সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডেতে ৯৩ রানের ইনিংস খেলে প্রায় পাঁচ বছর পর গত ১৪ জানুয়ারি ওয়ানডের শীর্ষ র‌্যাংকিংধারী ব্যাটার হন বিরাট কোহলি। তার ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন একই সিরিজে খেলা কিউই তারকা ড্যারিল মিচেল। তিন ওয়ানডের সিরিজের শেষ দুটি ম্যাচে অপরাজিত ১৩১ ও ১৩৭ রান করেন তিনি। দুটোতেই তার স্ট্রাইক রেট ছিল একশর ওপরে। দুর্দান্ত পারফর্ম করে কোহলিকে এক সপ্তাহ পর টপকে গেলেন মিচেল।

শেষ দুই ম্যাচে কোহলি ২৩ ও ১২৪ রান করেন। এক সপ্তাহ আগে রোহিত শর্মাকে টপকে শীর্ষে ওঠেন তিনি। গত সপ্তাহে কোহলির রেটিং পয়েন্ট ছিল ৭৮৫, আর মিচেলের ৭৮৪। এখন দুজনের মধ্যে পার্থক্য অনেক: মিচেলের ৮৪৫ ও কোহলির ৭৯৫।

ওয়ানডের ব্যাটারের টেবিলে দ্বিতীয়বার শীর্ষে মিচেল। আগেরবার গত নভেম্বরে মাত্র তিনদিন এক নম্বরে থেকে রোহিতের কাছে জায়গা হারান।

মিচেল ও কোহলির পরে আছেন ইব্রাহিম জাদরান, রোহিত ও গিল। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৩৬ থেকে ২০ নম্বরে উঠেছেন। তৃতীয় ম্যাচে ৮৮ বলে ১০৬ রান করেন তিনি। মিচেলের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ৪১ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ