টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীবান্ধব খাবার নিশ্চিতকরণ ও মূল্য ভর্তুকির দাবি

প্রকৃতির সংবাদ ডেস্ক
প্রকাশের সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম কেন্দ্রীয় খাবারের স্থান টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনো শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী খাবার নিশ্চিত হয়নি,এমন অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্টুডেন্টস’ কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাস (SCIC)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পূর্ববর্তী দাবির প্রেক্ষিতে ডাকসু ক্যাফেটেরিয়ায় মানসম্মত ও প্রয়োজনীয় খাবার পরিবেশন শুরু হয়েছে, যা একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। তবে দুঃখজনকভাবে একই ধরনের মান ও সুযোগ টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনো বাস্তবায়িত হয়নি।

টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানকার ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। অথচ বর্তমান ব্যবস্থায় খাবারের মান, বৈচিত্র্য সব দিক থেকেই শিক্ষার্থীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংগঠনটির দাবি। এ প্রেক্ষিতে স্টুডেন্টস’ কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাস (SCIC) টিএসসি ক্যাফেটেরিয়া সংক্রান্ত চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো:

১) টিএসসি ক্যাফেটেরিয়ায় ডাকসু ক্যাফেটেরিয়ার মতো একই মান ও আইটেমের খাবার পরিবেশন নিশ্চিত করা।
২) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি প্রদান করে খাবারের মূল্য শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।
৩) পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী যেন নিয়মিত ও নির্বিঘ্নে খাবার পায়-সে ব্যবস্থা নিশ্চিত করা।
৪) খাবারের আইটেম সংখ্যা বৃদ্ধি করে শিক্ষার্থীদের পছন্দ ও চাহিদার প্রতিফলন ঘটানো।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ